শনিবার ০৩ মে ২০২৫
সম্পূর্ণ খবর
নিজস্ব সংবাদদাতা | | Editor: Sourav Goswami ১৩ এপ্রিল ২০২৫ ১৯ : ৫০Sourav Goswami
আজকাল ওয়েবডেস্ক: মুর্শিদাবাদের রক্তক্ষয়ী আন্দোলনে তৃণমূল নেতৃত্বের বহিরাগত তত্ত্ব এবং হিংসার পিছনে উস্কানির তত্ত্বকে সিলমোহর দিলো এই আন্দোলনের সময় গুলিবিদ্ধ হয়ে মৃত এক যুবকের পরিবার।
মুর্শিদাবাদের সুতি-সামশেরগঞ্জ এলাকায় হিংসাত্মক আন্দোলনে পর্দার পেছনে থেকে কলকাঠি নাড়ছে একটি বিশেষ রাজনৈতিক দল। রবিবার এমনই বিস্ফোরক অভিযোগ করলেন এই আন্দোলনের সময় গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে নিহত এজাজ আহমেদ (২৩) নামে এক যুবকের পরিবারের সদস্যরা।
প্রসঙ্গত ২০২২ সালে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক 'পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়া' (পিএফআই) এবং তার সহযোগীদেরকে পাঁচ বছরের জন্য নিষিদ্ধ করে দেয়। যদিও সেই সময় এসডিপিআই-এর, যা পিএফআই-এর রাজনৈতিক শাখা হিসেবেই পরিচিত, উপর কোনও নিষেধাজ্ঞা আরোপ করা হয়নি। তবে সম্প্রতি এসডিপিআই-এর সর্বভারতীয় সভাপতি এম কে ফাইজির গ্রেপ্তারির পর ইডি-র তরফ থেকে দেশের বহু জায়গায় তল্লাশি চালানো হয়েছে।
সুতি থানা এলাকার বাসিন্দা এজাজ আহমেদ গত শুক্রবার সাজুর মোড় এলাকায় গুলিবিদ্ধ হন। শনিবার সকালে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। রবিবার সেখানেই তার দেহের ময়না তদন্ত হয়।
এজাজের দেহ নিতে এসে হায়দার আলী নামে মৃতের এক ভাই বলেন, 'ঘটনার দিন ইসলামপুর-ছাবঘাটি থেকে নিজের বাড়ি আসছিলো এজাজ। সাজুর মোড় এলাকায় গন্ডগোলের মধ্যে পড়ে গিয়ে গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে মৃত্যু হয় তার।'
এরপরই বিস্ফোরক অভিযোগ করে হায়দার বলেন,' সুতি -সামশেরগঞ্জের আন্দলনে এসডিপিআই-এর নেতারা উস্কানি দিচ্ছেন। কিন্তু তারা নিজেরা সামনে থাকছেন না। নেতারা এলাকার ছোট ছোট ছেলেদেরকে বোঝাচ্ছেন সম্পদ লুঠ হয়ে যাচ্ছে, তাই আন্দোলন করতে হবে।
কিন্তু এই আন্দোলনের মধ্যে পড়ে গিয়ে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হল আমার ভাইয়ের। বাড়িতে তার এক সন্তান রয়েছে, কে তার দায়িত্ব নেবে ?'
যদিও মৃতের পরিবারের এই অভিযোগ সম্পূর্ণ উড়িয়ে দিয়েছে এসডিপিআই দলের নেতারা। দলের সামশেরগঞ্জ বিধানসভা কমিটির সম্পাদক নুরুল ইসলাম বলেন,'মৃতের বাড়ির লোক প্রকৃত তথ্য না জেনে মিথ্যে অভিযোগ করছেন। আমাদের সঙ্গে এই আন্দোলনের কোনও সম্পর্ক নেই।'
অন্যদিকে তৃণমূল কংগ্রেসের ফরাক্কার বিধায়ক মনিরুল ইসলাম বলেন, 'আমরা নিশ্চিত কারও উস্কানি বা চক্রান্তের ফলে এই ধরনের রক্তক্ষয়ী আন্দোলন হচ্ছে। এর পেছনে বিরোধী রাজনৈতিক দলের চক্রান্ত থাকলেও থাকতে পারে। তবে নির্দিষ্ট করে এই আন্দোলনের পেছনে এসডিপিআই আছে কিনা তা আমি বলতে পারব না।'
নানান খবর

নানান খবর

টুরিস্ট ভিসায় এসে আর ফেরা হল না, চন্দননগরে গ্রেপ্তার পাকিস্তানি নাগরিক

মাধ্যমিকে ভাল ফল বক্সিরহাটের রাজমিস্ত্রী পরিবারের বিকাশের, উচ্চ মাধ্যমিকে আর্থিক সহায়তা চায় তার পরিবার

দুষ্প্রাপ্য ব্রুনাই কিং আম পান্ডুয়ায়! শিক্ষকের ফলের বাগান দেখলে চোখ ধাঁধিয়ে যাবে

কোথায় তৈরি হয়েছে এই হেরোইন! তাজ্জব পুলিশ, উদ্ধার প্রচুর সংখ্যক আগ্নেয়াস্ত্র ও গুলি

পালাতে গিয়েও হল না শেষরক্ষা, ভারত-পাক উত্তেজনার আবহে নদীয়ায় বড় সাফল্য পুলিশের

বিদ্যালয়ে প্রথম, জেলায় ছাত্রীদের মধ্যে সেরা, তবু মেধাবী থৈবির জন্য কাঁদছে স্কুল ও পরিবার

সাম্প্রতিক অগ্নিকাণ্ডের জের, শহর কলকাতার এই রেস্তোরাঁগুলি বন্ধ করার নির্দেশ দিল পুরসভা

গঙ্গার ইলিশের সঙ্গে এবার বাঙালির পাতে পড়তে চলেছে গঙ্গার গলদা চিংড়ি

ভাল রেজাল্ট হবে তো? ফল প্রকাশের কিছুক্ষণ আগেই চরম সিদ্ধান্ত মাধ্যমিক পরীক্ষার্থীর

স্বাধীনতার ৭৫তম বর্ষ পালন চন্দননগরে, শহরকে হেরিটেজ ঘোষণার উঠল দাবি

মুখ্যমন্ত্রীর মুর্শিদাবাদ সফরে বড়সড় বদল, নতুন সফরসূচি জানিয়ে দিল প্রশাসন

বাংলাদেশি দুষ্কৃতীদের হাতে অপহৃত কৃষক উকিল বর্মন, বাড়িতে খোঁজ নিতে গেলেন রাজ্য পুলিশের উত্তরবঙ্গের আইজি

শুধু সি-ফেসিং নয়, হোটেল হতে হবে মন্দির-ফেসিং, দিঘায় তুঙ্গে চাহিদা

বিজেপি বনাম বিজেপি, পশ্চিম মেদিনীপুরের রাস্তায় দুই গোষ্ঠীর মারপিট

আইএসসি পরীক্ষায় রাজ্যে দ্বিতীয় ও পঞ্চম স্থানে কোচবিহারের আত্রেয়ী-অনুষ্কা